আজ ৯/০২/২৫ রবিবার সলিডারিটি সামসেরগঞ্জ ব্লকের উদ্যোগে চার দলীয় ক্রিকেট টুরনামেন্ট অনুষ্ঠিত হল। ফাইনাল ম্যাচে বিজয়ী টিম সলিডারিটি ডাকবাংলা শাখা। উপস্থিত ছিলেন, সলিডারিটির রাজ্য সহ সভাপতি জনাব সাদিকুর রহমান, জেলা সম্পাদক মোঃ রমজান আলী, ব্লক সভাপতি সোলেমান আনসারী , ব্লক সম্পাদক মীজানুর রহমান, জামায়াতের সহকারী ব্লক নাজিম জনাব আব্দুল বাসির সাহেব সহ সলিডারিটির প্রাক্তন মেম্বার ও অন্যান্যরা।