যুবসমাজ হল যেকোন সমাজ ও জাতির সবচেয়ে সক্রিয় অংশ। দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে যুবকদের মন মানসিকতা ও আচরণই সহযোগী হয়ে ওঠে। এমনকি, কোনও সভ্যতার বিনির্মাণে যুবসমাজের ভূমিকা অস্বীকার করা যায় না। বর্তমানে আমাদের দেশ ভারতে যুবকদের সংখ্যাই সবচেয়ে বেশি। গণতন্ত্রকে শক্তিশালী করতে, সমাজে শান্তি ও সম্প্রীতি সুনিশ্চিত করতে এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে যুবকদের মানসিকভাবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।