“মাদকমুক্ত জীবন – অপরাধমুক্ত সমাজ” ক্যাম্পেইন উপলক্ষে হাওড়া জেলার বাউড়িয়ায় ব্লকের ঘোষালচকে যুব বৈঠক অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দ হাওড়া জেলার প্রাক্তন জেলা নাজিম জনাব হেদায়েত আলী সাহেব, বাউড়িয়া ব্লক সভাপতি নেহায়েত আলী সাহেব , সলিডারিটি ব্লক সভাপতি ইজাজ দেওয়ান ,সদস্য ওবায়দুল রহমান ও শেখ মোদাস্সার ।