সলিডারিটি ইউথ মুভমেন্ট এর রাজ্যব্যাপী “মাদকমুক্ত জীবন, অপরাধমুক্ত সমাজ” শিরোনামে ১-১০ ই ডিসেম্বর যে প্রচারাভিযান চলছে তার অংশ হিসাবে কোচবিহার জেলার নটকোবাড়ি ও ওকড়াবাড়ি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সলিডারিটি ইউথ মুভমেন্ট এর রাজ্য সহ সভাপতি জনাব সাবির আহমেদ,রাজ্য পরামর্শ পরিষদের সদস্য হজরত ওমর আলি মোমিন,কোচবিহার জেলা সভাপতি সাহাজামাল হক, জামাতের প্রতিনিধি জনাব সেকেন্দার আলি,জনাব সাহিদুল ইসলাম, সলিডারিটির জেলা সম্পাদক আসলাম বেহেস্তি ও অন্যান্য নেতৃত্ব ।এদিন ওকড়াবাড়িতে মানুষের ভীর ও উৎসাহ উদ্দিপনায় ভরপুর ছিল জনসভা।





+3