কোচবিহার জেলার নটকোবাড়ি ও ওকড়াবাড়ি বাজারে পথসভা

সলিডারিটি ইউথ মুভমেন্ট এর রাজ্যব্যাপী “মাদকমুক্ত জীবন, অপরাধমুক্ত সমাজ” শিরোনামে ১-১০ ই ডিসেম্বর যে প্রচারাভিযান চলছে তার অংশ হিসাবে কোচবিহার জেলার নটকোবাড়ি ও ওকড়াবাড়ি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সলিডারিটি ইউথ মুভমেন্ট এর রাজ্য সহ সভাপতি জনাব সাবির আহমেদ,রাজ্য পরামর্শ পরিষদের সদস্য হজরত ওমর আলি মোমিন,কোচবিহার জেলা সভাপতি সাহাজামাল হক, জামাতের প্রতিনিধি জনাব সেকেন্দার আলি,জনাব সাহিদুল ইসলাম, সলিডারিটির জেলা সম্পাদক আসলাম বেহেস্তি ও অন্যান্য নেতৃত্ব ।এদিন ওকড়াবাড়িতে মানুষের ভীর ও উৎসাহ উদ্দিপনায় ভরপুর ছিল জনসভা।
+3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

যুবসমাজ হল যেকোন সমাজ ও জাতির সবচেয়ে সক্রিয় অংশ। দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে যুবকদের মন মানসিকতা ও আচরণই সহযোগী হয়ে ওঠে। এমনকি, কোনও সভ্যতার বিনির্মাণে যুবসমাজের ভূমিকা অস্বীকার করা যায় না। বর্তমানে আমাদের দেশ ভারতে যুবকদের সংখ্যাই সবচেয়ে বেশি। গণতন্ত্রকে শক্তিশালী করতে, সমাজে শান্তি ও সম্প্রীতি সুনিশ্চিত করতে এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে যুবকদের মানসিকভাবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 

Contact Info

© 2024 Created with Solidarity West Bengal